নিজস্ব প্রতিনিধি
সৌদি আরবে অবস্থানরত কুমিল্লার দেবিদ্বারের সন্তান মোঃ সেলিম রানা একটি ভয়াবহ প্রতারণার শিকার হয়ে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন।
তিনি অভিযোগে জানান, বৈধ প্রক্রিয়ায় সৌদি আরবে কাজ করতে আগ্রহী হয়ে রাজধানী ঢাকার 4M INTERNATIONAL নামে একটি রিক্রুটিং ভুয়া এজেন্সির পরিচালক মিনহাজ হোসেনের সঙ্গে চুক্তিবদ্ধ হন। তার সাথে জড়িত কামাল CREATIVE INTERNATIONAL AGENCY এবং হাসানসহ প্রতিশ্রুতি অনুযায়ী, মালিকানাভিত্তিক (কাফেলা) ভিসায় ইনডোর, ফুড প্যাকেজিং বা হাসপাতালের ক্লিনার জাতীয় কাজ, মাসিক ১৫০০ রিয়াল বেতন, ১০ ঘণ্টা ডিউটি, কোম্পানির দায়িত্বে রিটার্ন টিকিট ও ইকামা নবায়নের কথা বলা হয়।
এজন্য সেলিম রানা নগদ ও কিস্তিতে সর্বমোট ৩ লাখ ৮৩ হাজার টাকা প্রদান করেন, যার রশিদ ও চুক্তিপত্রসহ যাবতীয় প্রমাণাদি তার নিকট সংরক্ষিত রয়েছে। স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন একাধিক সাংবাদিক, পুলিশ সদস্য ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।
কিন্তু বাস্তবে তাকে দেওয়া হয় অবৈধ সাপ্লাইভিত্তিক ভিসা, কোনো নির্দিষ্ট কাজ নেই, এবং ইকামা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানান তিনি। তিনি অভিযোগ করেন, এটি একটি সুপরিকল্পিত প্রতারণা ও আর্থিক শোষণের ঘটনা।
১. প্রতারক রিক্রুটিং এজেন্সি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে।
২. তার জমাকৃত অর্থ ফেরত পেতে আইনগত সহায়তা দিতে।
৩. একইভাবে প্রতারিত প্রবাসীদের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করতে।
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসে অবস্থান করায় তার পক্ষে নিজস্ব উদ্যোগে ন্যায়বিচার পাওয়া কঠিন। তাই বাংলাদেশ দূতাবাস যেন এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে—এটাই তার একান্ত অনুরোধ।
এই ঘটনার মাধ্যমে পুনরায় প্রমাণিত হলো—প্রবাসে যাওয়ার আগে বৈধ চ্যানেল, সঠিক তথ্য এবং যাচাইকৃত রিক্রুটিং এজেন্সি ছাড়া বিদেশ যাত্রা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি অনুরোধ, প্রতারকদের খপ্পরে পড়ার আগেই সচেতন হোন।