মোঃ শান্ত খান বিশেষ প্রতিনিধি
সাভার পৌর ছাত্রসমাজের অভিভাবক সাহসী ছাত্রনেতা শত শত জিয়ার সৈনিক গড়ার কারিগর প্রিয় নেতা,সাভার পৌর ছাত্রসমাজের দাবী আদায়সহ যেকোনো মুহূর্তে বিপদে-আপদে ছুটে চলা এক অকুতোভয় জিয়ার সেনার সাভার পৌর ছাত্রদলের নেতা শহিদুল ইসলাম সোহাগ ভাই।
কিছু কিছু মানুষ আছে যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছু আলোকিত করতে।তাদের উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখে। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখে আশপাশের মানুষ গুলোকে।
পস্কিলতা যাদের কখনও স্পর্শ করে না। মনে হয়না কখনো কলুষিত। নিস্পাপতাই যাদের প্রধান শক্তি, ঠিক সেরকম একজন অতি সাধারণ মানুষ ঢাকা জেলার সাভার পৌরসভার শহিদুল ইসলাম সোহাগ ভাইয়ের।
আজ বৃহস্পতিবার সুপ্রিয় শহিদুল ইসলাম সোহাগ এর শুভ জন্মদিন। তিনি সাভার পৌর এক উজ্জ্বল নক্ষত্র। ছাত্রদল পরিবারের সদস্যরা তাকে অন্যতম একজন অভিভাবক হিসেবেই মনে করেন।
তিনি এই দিনে সাভার পৌরসভার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। এখানে তার বাল্য ও শৈশবে গড়ে উঠা। তাঁর জীবদ্দশায় নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে রাজনীতিতে টিকে আছেন। বিগত দিনে অন্দোলন সংগ্রামে দলে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ক্লিন ইমেজের ছাত্রদল নেতা।
শুধু ছাত্রদল নেতাকর্মী নয়, ব্যক্তিগত জীবনে তিনি সবার সুখে- দুঃখে ছিলেন এবং থাকবেন এমনটিই প্রত্যাশা করেন সকলে।
আজ ৩ জুলাই প্রথম প্রহর থেকেই জন্মদিনের শুভেচ্ছায় আসছেন সকলের প্রিয় ছাত্রদল নেতা শহিদুল ইসলাম সোহাগ জন্মদিনের প্রথম প্রহর থেকে মোবাইল ফোন, ফেসবুক কিংবা ম্যাসেঞ্জারে শুধু জন্মদিনের শুভেচ্ছা আর ভালবাসা। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই যেনো আজ বন্ধু- বান্ধবী, ছোট ভাই – বোন,কর্মী- সমর্থক আর শুভাকাক্সক্ষীদের দখলে। এ যেনো ঈদের মিলন মেলা, আসলেই তো ঈদ।
কারণ বন্ধু- বান্ধবী, ছোট ভাই – বোন, কর্মী – সমর্থকদের কাছে শহিদুল ইসলাম সোহাগ মানেই বিশেষ কিছু, যা আসে প্রতি বছরে মাত্র একবার। এইদিনে আনন্দ উল্লাস না করলে কি হয়? চলুন দেখে নেয়া যাক শহিদুল ইসলাম সোহাগ এর শুভ জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কি হচ্ছেঃ
এডভোকেট আনোয়ার হোসেন নামের এক বিএনপি নেতা লিখেছেন, ভালোবাসার ছোট ভাই পৌর ছাত্রদল নেতা সাভার পৌর ছাত্রদল কমিটির সভাপতি পদপ্রার্থী শহিদুল ইসলাম সোহাগ এর জন্মদিনের শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম।
মানবতার ফেরিওয়ালা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ঢাকা জেলা ছাত্রদল উত্তরের সংগ্রামী সভাপতি: মোহাম্মদ তমিজ উদ্দিন ও বিপ্লবী সাধারণ সম্পাদক: মাহফুজ ইকবালের ভাইয়ের বিশ্বস্ত ভ্যানগার্ড সাভার পৌরসভার গর্ব, অহংকার মানবতার হিরো শহিদুল ইসলাম সোহাগ ভাই। আপনাকে অনেক ভালোবাসি ভাই, সারাজীবন এই হাসি মাখা মুখটি দেখতে চাই। নিরন্তন ভালোবাসা ও শুভেচ্ছা রইলো প্রিয় ভাই।
মোঃ নাজমুল তার ফেসবুক ট্যাটাসে লিখেছেন, শুভ জন্মদিন ভালোবাসা এবং শুভ কামনা সবসময় আপনার জন্য। আপনার আগামী দিনগুলো সুখের হোক।
এক বিবৃতিতে শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমি সত্যিই আজ খুব আনন্দিত। সারাদিন যারা আমাকে বাসায় এসে, ফোনে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমাকে যারা আপনাদের ভালোবাসায় সিক্ত করেছেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভকামনা করেছেন আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ যেন আমাকে আপনাদের পাশে থেকে বাকীটা জীবন কাটিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আজকের দিনে আমি মহান আল্লাহর দরবারে দেশ ও দেশের মানুষের মঙ্গল কামনা করছি।
এদিকে তার জন্মদিন উপলক্ষে পরিবারবর্গ বন্ধুমহল ও বিএনপির অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীরা তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে, তার আগামী দিনের পথচলা শুভ হোক এমন প্রত্যাশা জানিয়েছেন।