মো শান্ত খান বিশেষ প্রতিনিধি
সাভারের যত সমস্যা ও মাদক কারবারিদের তথ্য সংবাদ আকারে প্রকাশ করার আহবান জানিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী লায়ন খোরশেদ আলম। আজ (বৃহষ্পতিবার) দুপুরে সাভার প্রেসক্লাবে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, সাভার পৌরসভার অপরিকল্পিত রাস্তা, ড্রেন উপচিয়ে পানি পড়া এবং পৌরবাসীর নানা দূর্ভোগ এখন আমাদের নিত্য সঙ্গী। এসব সংবাদ নিয়মিত প্রকাশ পেলে তা সকলের নজরে আসবে। এতে করে পৌরবাসী উপকৃত হবেন।
তিনি সাংবাদিকদের সাহসিকতার সাথে কাজ করতে আহবান জানান। এতে বিএনপির সকল নেতা-কর্মী পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাভার প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির মোহাম্মদ আজিজুর রহমান, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, সিনিয়র সাংবাদিক অরূপ রায়, এটিএন বাংলার সাংবাদিক শেখ বাশার, সাভার প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক রূপকোর রহমানসহ অনেকে।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগীত পরিবেশন করেন সাংবাদিকবৃন্দ।