সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুজ্জামান মিলটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম নান্নু, কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ ওবায়দুর রহমান প্রমূখ। এছাড়াও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষকদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী বলেন, আমাদের লক্ষ্য একটি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের সরকার জনগণের হাতে ফেরাতে হলে এখন থেকেই মাঠে নামতে হবে। ষড়যন্ত্র থেমে নেই, তাই আমাদেরও প্রস্তুত থাকতে হবে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
গণতন্ত্রের পথে, জনগণের পাশে — ধানের শীষের পক্ষে আমরা সবাই একতাবদ্ধ থাকবো।