দোয়া পরিচালনা করেন মালসাপাড়া পৌর কবরস্থান মসজিদের খতিব ও ইমাম মুফতি হাফেজ মাওলানা জুবায়ের হোসেন সাহেব।
জুম্মা নামাজের খুৎবার আগে শহিদদের বিদেহী আত্নার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা সহ দেশ ও জাতির কল্যাণ কামনায় শরীক হওয়ার জন্য মুসুল্লিদের প্রতি আহবান জানিয়ে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিডিয়া সেলের আহবায়ক মোঃ হারুন অর রশিদ খান হাসান।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলনে সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন সজিব সরকার,ইয়াসির আরাফাত ইশান,সেজান সরদার,টি এম মুশফিক সাদ, সাদমান জাহিন, জাহিদ হাসান শাওন সহ আরও অনেক।
মোনাজাতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন।