মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার।
মাগুরা জেলার আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মাগুরা চার ইউনিয়ন, মহাম্মদপুর থানা জাতীয় পার্টি ও শালিখা থানার জাতীয় পার্টির মাগুরার বেরোল পলিতায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে মাগুরা জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মাগুরা ২ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো: মুরাদ আলি। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন,মহাম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: খসরুল আলম,
বক্তব্য প্রদান করেন, শালিখা উপজেলার জাতীয় পার্টির সভাপতি, মো:কুদ্দুস মোল্লা, অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, আক্কাস আলী, ফসিয়ার রহমান, নাফিস হাসান ফাইম ,মো মুরাদ আলী বলেন, আমি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনয়ন পেয়েছি আপনাদের সবার সহযোগিতা পেলে আমার জয় সুনিশ্চিত আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই দ্বাদশ নির্বাচনে আমাকে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি আপনাদের ভাই বন্ধু, আমি সব সময় আপনাদের পাশে থেকে কাজ করব।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মো:বিপ্লব আলম।