মোঃ মাকসুদুর রহমান শাকিল, জামালপুর
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রথযাত্রা। শনিবার (৫ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত ভক্তের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে।
রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ নং বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক সফল চেয়ারম্যান জননেতা মঞ্জুরুল ইসলাম মুসা। তিনি ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন,
“রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।”
রথ টানা, পূজা-অর্চনা ও ধর্মীয় বিভিন্ন কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার এসআই যতীন্দ্র সঙ্গীয় ফোর্সসহ। তিনি বলেন,
“অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে, এজন্য আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বাম্মনগণের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, যারা পূজা পরিচালনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,
“মাদারগঞ্জে এমন শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
রথযাত্রা উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ। সকলে মিলে রথ টেনে, ভক্তিগীতি গেয়ে ও প্রার্থনায় অংশ নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন।