তৌসিফ রেজা, সৈয়দপুর (নীলফামারী)
নীলফামারীর সৈয়দপুরে পবিত্র আশুরা ও কারবালার মহামানব ও শহিদদের স্মরণে জুস বিতরণ কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। সংগঠনের সৈয়দপুর পৌর ও উপজেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি গত শনিবার (৫ জুলাই) রাতে শহরের ব্যস্ততম পাঁচমাথা পুলিশ বক্স সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয়।
জুস বিতরণ কার্যক্রমটি শুরু হয় রাত ১১টা ৩০ মিনিটে এবং তা চলে গভীর রাত পর্যন্ত। পথচারী, রিকশাচালক, সাধারণ জনগণসহ শত শত মানুষের মাঝে বিনামূল্যে ঠান্ডা জুস বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক খালিদ আজম আশরাফী, উপজেলা শাখার সভাপতি সৈয়দ আসিফ আশরাফী, তালিমাতে সুফিয়া মিশনের সৈয়দপুর উপজেলার সাধারণ সম্পাদক আনোয়ার রেজা আশরাফী, নাঈম উল আউলিয়া ফাউন্ডেশনের সভাপতি তাওহিদ আহমেদ আশরাফী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নাদিম আশরাফী, দ্যা ডেইলি পোস্ট-এর সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তৌসিফ রেজা, আরমান কাদেরী, ওয়াহিদ আশরাফী, মাহফুজ আশরাফী, আরিফ, সুমন ও স্থানীয় আরও অনেকে।
আয়োজকরা জানান, কারবালার শহিদদের আত্মত্যাগের শিক্ষা ও স্মরণে এই ধরনের জনকল্যাণমূলক কাজ নিয়মিতভাবে আয়োজন করা হয়ে থাকে। তারা আরও বলেন, আশুরা শুধু শোকের দিন নয়, এটি ন্যায়, সত্য ও মানবিক মূল্যবোধের প্রতীক। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে তরুণ সমাজকে সামাজিক দায়বদ্ধতা ও ইতিহাস সম্পর্কে সচেতন করাও আমাদের উদ্দেশ্য।
এ সময় সাধারণ মানুষ এমন উদ্যোগকে স্বাগত জানায় এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।