বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলার যুবদলের বিক্ষোভ মিছিল কৃষি বিজ্ঞানী ড, আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে মহাম্মদপুর মহাম্মদপুরে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল তিতাসের বাতাকান্দি বাজারে ৮ জনের নিষিদ্ধ  রিং জাল জব্দ  কাঠালিয়ায় ১২৫ জন ছাত্রছাত্রী উপবৃত্তি পাইনি পঞ্চম শ্রেণির ছাত্রীর  অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে  জামালপুরে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও বালু খেকোদের শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন কালীগঞ্জে নদীতে ঝাপ দিয়ে শিশু নিখোঁজ, এখনও মেলেনি খোঁজ কুমিল্লার হোমনায় বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল যশোরে ৮টি স্বর্ণের বারসহ ছাএদলের নেতা  মহিনুর ও সাঈদ গ্রেফতার ঢাকা মিটফোর্ডের ভাঙ্গারী ব্যবসায়ী লালচাঁদ এবং সোহাগ হত্যা মামলার আসামি নান্নু কাজী নারায়ণগঞ্জ হতে গ্রেফতার

বিএনপি’র সেক্রেটারী ও বিআরবি’র কর্মচারী খালেকের ভ’মিদশ্যুতা রুখবে কে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
কে এম শাহীন রেজা, কুষ্টিয়া
এনআইডিতে আছে খালেকুজ্জামান, মামলার কপিতে আছে মো: আব্দুল খালেকুজ্জামান, জমির দলিলে আছে মো: আব্দুল খালেক, আবার অনেক দলিলে পাওয়া গেছে শুধু খালেক পিতা মৃত আব্দুল আজিজ গ্রাম: হররা (ডাক্তার পাড়)। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে বিআরবি কেবল ইন্ডা: লি: এ স্টোর কিপার পদে চাকরি করার পাশাপাশি সম্প্রতি কুষ্টিয়া জিয়ারখি ইউনিয়নের হররা ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক নির্বাচিত হয়ে ভ’মি দশ্যূতা শুরু করেছেন বলে তথ্য সূত্রে পাওয়া গেছে। সম্প্রতি তিনি দলীয় ক্ষমতার দম্ভে গত ২৩ শে জুন ২০২৫ তারিখে সাবেক পুলিশ ইনেসপেক্টর মৃত আব্দুর ছাত্তার মিয়ার হররা ডাক্তার পাড়ার বাড়ীতে হামলা ও ভাংচুর চালায়।
ঐ সময় বাড়ীতে কোন পুরুষ মানুষ না থাকায় তার স্ত্রী ও তার মেয়েকে বেধরক মারপিট করাকালীন সময়ে এলাবাসীর বাঁধার সম্মুখীন হলে ফিরে জান। পরবর্তীতে ভুক্তভোগীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে থানা পুলিশ তা গ্রহন করেন নাই, কারন খালেক এখন বিএনপি নেতা।
উল্লেখ্য, নিউজে যে বাড়ীর ছবিটি যে ছবিটি প্রদর্শিত হয়েছে ঐ বাড়ীর ৫৭ শতক জমি নিয়ে এই ঘটনা রচিত হয়। গত ২৩/০৩/২০০০ সালে ১০২ দাগের ৫৭ শতক জমি ৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক খালেকুজ্জামানের পরিবারের কাছ থেকে ১০২ দাগের ৫৫ শতক জমির মুলে এ্যওয়াজ করে রেজিষ্ট্রি করে নেন সাবেক পুলিশ ইনেসপেক্টর মৃত আব্দুর ছাত্তার মিয়া সেখানেই তিনি বাড়ী করে বসবাস করছেন। ধূর্তবাজ এই খালেক উক্ত ৫৭ শতক জমি সূকৌশলে এসিল্যান্ড অফিস থেকে খারিজ করে। গত ২৮/১১/২০২৪ তারিখে মো: আব্দুল খালেকুজ্জামান সাত জন বাদী হয়ে মৃত আব্দুর ছাত্তার মিয়া সহ ২০ জনের নামে মোকাম কুষ্টিয়া বিজ্ঞ সদর সহকারী জজ আদালতে সদর দেং ৫৯৪/২০২৪ তারিখে মামলা করেন। মামলার নথিতে উল্লেখ করেন ২৩/০৩/২০০০ সালের সম্পাদিত ও রেজিষ্ট্রিকৃত ১৯৫০/২০০০ বাতিল মর্মে এ্যওয়াজ নামা জাল যোগসাজসী দলিলটি বাতিল মর্মে আদেশ চান। মামলার বিষয়টি সহ্য না করতে পেরে পরের মাসেই ১ নং বিবাদী সাবেক পুলিশ ইনেসপেক্টর মৃত আব্দুর ছাত্তার মিয়া স্ট্রোক করে মৃত বরন করেন। তবে অন্য আরেকটি দলিলে পাওয়া তথ্য মতে দেখা যায়।

মৃত আব্দুর ছাত্তার মিয়ার পরিবার ও এলাকার বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তির সাথে কথা হলে তারা বলেন, খালেক এখন ওয়ার্ড বিএনিপি’র সেক্রেটারি ও বিআরবি কেবল এ চাকরী করার সুবাদে ক্ষমতার দাপট দেখিয়ে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় পুলিশ এনে মৃত আব্দুর ছাত্তার মিয়ার বাড়ীতে হামলা, ভাংচুর ও মারধোর এটাঁ সে মোটেও ভাল করেনি। এতে বিএনপি’র দলীয় ভাবমূর্তি অনেকটা ক্ষুন্ন হচ্ছে। আমরা তার সাথে সামাজিকভাবে বসে মিমাংশা করার জন্য বারংবার বলেছি কিন্তু খালেক বসতে রাজী নয়।

 

তারা এটাও বলেন, খালেক নিজ হাতে আইন তুলে নিয়েছে কারন, উক্ত সম্পত্তি নিয়ে চলছে মামলা, আমরা জানি মামলা থাকাকালীন সময়ে খালেক জমির আশ পাশেও যেতে পারবে না। তবে মৃত আব্দুর ছাত্তার মিয়ার পরিবারও খালেকুজ্জামানের বিরুদ্ধে মামলা করবে বলে জানান। এ বিষয়ে খালেকুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ফেনটি বন্দ পাওয়া যায়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৭ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৫৩ অপরাহ্ণ
  • ২০:১৭ অপরাহ্ণ
  • ৫:১৯ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102