উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার
যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ডহর মশিয়াহাটীতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবার, মতুয়াদলসহ আশেপাশে ক্ষতিকর পরিবারের মাঝে হরিচাঁদ-গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন,ইনক,নিউইয়র্ক, ইউএসএ কর্তৃক অর্থিক সহায়তা প্রদান করা হয়।
রবিবার (৬ই জুলাই)২০২৫ ইং বিকাল সাড়ে পাঁচটায় ডহর মশিয়াহাটীতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে এ অর্থিক প্রদান করা হয়।
প্রদীপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন চঞ্চল রায়,উপদেষ্টা মশিয়াহাটী হরি চাঁদ গুরু চাঁদ মতুয়া মিশন,বিকাশ মল্লিক সাবেক চেয়ারম্যান, সুন্দলী ইউনিয়ন,পবিত্র বিশ্বাস, ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান, পরিতোষ রায়,প্রাণী সম্পদ কর্মকর্তা সহ বিভিন্ন ধর্মীয় নেতাসহ গ্রামের সাধারণ জনগণ।
বক্তারা ক্ষতিগ্রস্ত পরিবারসহ আশেপাশের সকল জনগণকে ভয়ভীতি কাটিয়ে সকল দলমত নির্বিশেষে সহাবস্থানের আহ্বান জানান।
আলোচনা শেষে ক্ষতিগ্রস্ত পরিবারসহ ২১জনকে ৩৩ হাজার টাকা ক্ষতিগ্রস্ত মতুয়াদল ৬ টির প্রত্যক দলকে ৫ হাজারও ক্ষতিগ্রস্ত মতুয়া ৪ জনকে ৫ হাজার টাকা প্রদান করা হয়।