নিজস্ব প্রতিবেদক
মাগুরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান মোঃ রেজাউল হাসান মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগ হাতে মনোনয়ন পত্র জমাদেন এসময় তিনি বলেন ডাব প্রতিকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন না হলে আমরা নির্বাচন প্রত্যাখ্যান করব। কোন বিশেষ দলের না হয়ে নিরপেক্ষ নির্বাচন দাবি করেন। এ সময় মাগুরা জেলা কংগ্রেসের সভাপতি সহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অন্যদিকে জাতীয় পার্টির মাগুরা-১ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে মোঃ সিরাজুস সাইফিন সাইফ মনোনয়নপত্র সদর উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।