মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
দরজায় কড়া নাড়ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনী হওয়া বইতে শুরু করেছে দেশ জুড়ে। মাগুরাতে ও লেগেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী উৎসবে মেতে উঠেছে মাগুরার জনগণ। এবারের নির্বাচনে মাগুরা-০১ সংসদীয় আসনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় খ্যাত এবং বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
সাকিব আল হাসান নৌকার মনোনয়ন পাওয়ায় এবারের নির্বাচনী উৎসবে যেন বাড়তি মাত্রা যোগ করেছে। সাকিব আল হাসান আজ সকাল ৯ টায় তিনি ঢাকার শহীদ মিনার এলাকা থেকে মাগুরার উদ্দেশ্যে রওনা হন । মাগুরার মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন আসবে শাকিব। অবশেষেই অপেক্ষার অবসান ঘটেছে। সাকিব আল হাসানের গাড়ি বহর তার নির্বাচনী এলাকা মাগুরা-০১ এসে পৌঁছেছে। তার আগমন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং তার ভক্ত ও সমর্থকেরা মাগুরার প্রবেশদ্বার কামারখালী ব্রিজ এলাকা থেকে তাকে অভিনন্দন জানিয়ে সাদরে গ্রহণ করে নেন। ক্রিকেটের পোস্টার বয় খ্যাত এবং বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল সোয়া ৪টার দিকে নাম ঘোষণা শুরু করেছেন তিনি।
উল্লেখ্য, ৩০ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।