মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৪৭/২ ধামইরহাট – পত্নীতলা আসনে ৭জন এমপি পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর
৩টায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রার্থী জননেতা এ্যাডভোকেট মো. শহীদুজ্জামান সরকার এর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন এর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদেরকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার আসমা খাতুনের নিকট মনোনয়নপত্র জমা দেন।
এছাড়াও জাকের পার্টির দলীয় প্রার্থী এস.জে.এম.আর ফারুক, স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মো. আজিজার রহমান, এ্যাডভোকেট মো. আইয়ুব হোসেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার আসমা খাতুনের নিকট মনোনয়নপত্র জমা দেন। আপর দিকে জাতীয় পার্টির দলীয় প্রার্থী নওগাঁ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ড. এইচ এম আকতারুল আলম, পত্নীতলার কাজল চন্দ্র দাস স্বতন্ত্র প্রার্থী হিসেবে নওগাঁ জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন।