বিল্লাল হোসেন সাজু স্টাফ রিপোর্টার
গাজীপুর কাশিমপুরে তিতাস গ্যাস নিয়ে চলছে হরিলুট এবং দালাল চক্রদের তিতাস গ্যাস অবৈধ ভাবে লাইন সংযোগ
ধ্বংস হচ্ছে মহা মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ রাজস্ব আদায় থেকে বঞ্চিত সরকার।
কালে ভাদ্রে সচেতন মহলের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিতাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করলেও অজ্ঞাত কারণে অদৃষ্যতায় তা পুনরায় চালু করা হয়।
এরই ধারাবাহিকতায় কাশিমপুর থানাধীন ৪নং ওয়ার্ডের হাজী মার্কেট পুকুরপাড় এলাকা সহ প্রত্যেক ওয়ার্ডের ভিতরে বিভিন্ন জায়গায় পুনরায় গ্যাস সংযোগ স্থাপন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় অসাধু একটি দালাল চক্র । ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আতাউর গাজীর নিকট মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান আমি একজন জনপ্রতিনিধি বর্তমান নির্বাচন নিয়ে ব্যস্ততার দোহাই দিয়ে বিষয়টি এড়িয়ে যায় ।
বিশ্বাস যোগ্য সূত্রে ও নাম প্রকাশে অনইচ্ছুক একাধিক ব্যক্তিবর্গগণ জানান এলাকাটিতে দালাল চক্রদের মাধ্যমে প্রায় সব বাড়িতে অবৈধ গ্যাস লাইন সংযোগ দেয়া হয়েছে ।
স্থানীয় সূত্রের বরাতে আরো জানা যায় স্থানীয় গ্যাস দালাল চক্র সংযোগ স্থাপনকারীদের পরস্পর সহযোগিতায় রাতেই তড়িঘড়ি করে বিচ্ছিন্ন সংযোগ লাইন পুনরায় সংযোগ স্থাপন করেছে। সাধারণ মানুষের প্রশ্ন এই যে অবৈধ সংযোগ স্থাপন করে অবৈধ লাইন চালিয়ে দেওয়া হয়েছে, তার জন্য দায়ী কে ? জ্ঞানীদের উত্তর মিলানো বেশ কঠিন হলে ও ভেতু -বাঙালির ভাষ্য অনুযায়ী দায়ী করছেন গ্যাস কর্তৃপক্ষের নানান মুখী পুরনো অকেজু পদক্ষেপ যা আধুনিক ব্যবস্থার অমিল, কখনো কখনো দায়ী / প্রশ্নবিদ্ধ করছেন স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারীর নীরবতা কারন।