নিজস্ব প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মাগুরা ০২ টি আসনে মোট ১৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মাগুরা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৪ টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এবং উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
মাগুরা ০১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়াও জাতীয় পার্টি থেকে মোঃ সিরাজুস সাইফিন সাঈফ, বাংলাদেশ কংগ্রেস থেকে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাকের পার্টি থেকে মোঃ, মাসুদ পারভেজ, তৃণমূল বিএনপি থেকে সঞ্জয় কুমার রায় (রনি), বাংলাদেশ জাতীয় পার্টি(বিজেপি) থেকে সঞ্জয় কুমার ভাদুরী সহ মোট ০৭জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অন্যদিকে মাগুরা ০২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার, জাতীয় পার্টি থেকে মোঃ মুরাদ আলী, বাংলাদেশ কংগ্রেস থেকে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, জাকের পার্টি থেকে মোঃ আলী হায়দার, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) থেকে মোঃ আসাদুজ্জামান, তৃণমূল বিএনপি থেকে মোঃ আখিদুল ইসলাম, এছাড়াও আসনটি থেকে কাজী শরিফ উদ্দিন, মশিয়ার রহমান, কাজী শফিক সহ ০৩ জন স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। উল্লেখ্য বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান এডভোকেট কাজী রেজাউল হোসেন একাই দুটি আসলে প্রার্থী হয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর,প্রচার প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ০৮টা পর্যন্ত, ভোটগ্রহণ ০৭ জানুয়ারি।