অমল পালিত, যশোর
যশোরের বেনাপোলে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল সাতটার দিকে বেনাপোল দৌলতপুর গ্রামের আমির হোসেন ওরফে আমুর বাড়িতে অভিযান চালিয়ে এ এবিপুল পরিমাণের ফেনসিডিলসহ আরিফ হোসেন কে গ্রেপ্তার করেন যশোর র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) এর সদস্যরা।
আরিফ বেনাপোল দৌলতপুর গ্রামের খোরসেদ আলির ছেলে। তবে কৌশলে পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী ও বাড়ির মালিক আমির হোসেন আমু (৫২)। সে ওই গ্রামের মৃত আইজউদ্দীন মোড়লের ছেলে।
যশোর র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার আরিফ ও পলাতক আমির হোসেন আমু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী চোখ ফাঁকি দিয়ে ভারত…