সিপন রানা নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুর উপজেলা য় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নাগরপুর-দেলদুয়ার আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু। সোমবার (৪ই ডিসেম্বর) নাগরপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মত বিনিময়কালে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটার এর অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর নৌকা প্রতিকের বিজয়ের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নাগরপুর-দেলদুয়ারে উন্নয়নে যে সকল প্রকল্প সমুহ দিয়েছেন সে গুলো যেন শেষ করতে পারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধা দেওয়ার মত কোন পরিবেশ যেন কেউ তৈরি করতে না পারে। সে দিকে সবাইকে দৃষ্টি রাখতে হবে। দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, মো. আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সবর, আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, মো. জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক মো. শাহ আলাম মিয়া, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল মোল্লা, আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক মো. লিয়াকত শিকদার, যুবলীগের আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আমি হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।