মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে স্বামীর অপহরণ মামলায় মুলহোতা মো. নুরনবী (৩২) নামের একজনকে আটক করেছে র্যাব-৫। সোমবার রাতে গাজীপুর জেলার বাসনা থাকা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আসামি জয়পুরহাট জেলার দিওড় এলাকার নজরুল ইসলামের ছেলে। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব। মামলা সুত্রে র্যাব আরো জানান, ধামইরহাট উপজেলার পোড়ানগর এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী মোসা. মৌসুমি আক্তার (২৮) গত ২৩ অক্টোবর বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য রওনা দেন। পথে আসামি কয়েকজনের সহযোগীতায় ভিকটিম মৌসুমি আক্তারকে অপহরণ করে নিয়ে যায়। পরে ভিকটিম এর স্বামী বাদি হয়ে আসামি নুরনবীসহ ৬জনের নামে থানায় অপহরণ মামলা দায়ের করে। গোয়েন্দা তৎপরতায় এবং র্যাবের সার্বিক সহযোগীতায় গাজীপুর থেকে আসামিকে আটক এবং ভিক্টিমকে উদ্ধার করা হয়। পরে ধৃত আসামিকে নারী ও শিশু নির্যাতন আইনে কোর্ট হাজতে প্রেরণ করা হয়