অমল পালিত, যশোর
যশোর জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে, শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায়, যশোরের কোতোয়ালী মডেল থানা ও চৌগাছা থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিল ও ১০০ পিচ ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, যশোর শেখহাটি দক্ষিণপাড়ার, হিমেল হোসেন ওরফে বাদশা ও শেখহাটি মিয়াবাড়ি মোল্লা পাড়ার আতিক বিন তৌহিদ ওরফে নেহাল, চৌগাছা থানার, কুলিয়া গ্রামের আশাদুল ইসলাম আশা।
যশোর ডিবি পুলিশের ওসি,রুপন কুমার সরকার জানান, শনিবার বিকেলে যশোর সদর উপজেলার নওয়াপাড়ার শেখহাটি গ্রামে অভিযান চালিয়ে বাদশা ও নেহালকে ১শ’পিছ ইয়াবাসহ আটক করে। যার দাম ৩০ হাজার টাকা। এ অভিযানে অংশ নেন এসআই শাহিনুর রহমান, বিপ্লব সরকার ও আমিরুল ইসলাম। আরেকটি টিম চৌগাছা উপজেলার কুলিয়া গ্রামে অভিযান চালিয়ে,আশাকে আটক করে। এসময় তার কাছথেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার দাম দেড় লাখ টাকা। অভিযানে নেতেৃত্ব দেন এসআই কাজী আব্দুল মান্নান । পৃথক এ দুই ঘটনায় দুইটি মামলা হয়েছে।