শাহীদুল ইসলাম কালু,শেরপুর জেলা প্রতিনিধি
শেরপুরে ৩টি নির্বাচনী এলাকায় আস্থার পরিবেশ সৃষ্টি করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম। তিনি ১০ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা
কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে ওই কথা বলেন।জেলা প্রশাসক সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে শেরপুরের ৩টি নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠানের লক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচনী অনুসন্ধান কমিটি কাজ করছে। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো রয়েছে। সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় শেষ দিন পর্যন্ত আমরা এটা ধরে রাখতে চাই। তিনি বলেন, ভোটার উপস্থিতির জন্য আমরা আস্থার পরিবেশ তৈরি করছি। তবে ভোটারদের উদ্বুদ্ধ করতে সবাইকে কাজ
তৈরি করছি। তবে ভোটারদের উদ্বুদ্ধ করতে সবাইকে কাজ করতে হবে।
সভায় পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম দ্বাদশ জাতীয় নির্বাচন সংক্রান্তে বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলার সাথে জড়িত অন্যান্য বাহিনীও কাজ করছে। তিনি বলেন, নির্বিঘ্নে ভোট অনুষ্ঠানের জন্য আমরা যখন যা প্রয়োজন, সে কাজটাই করছি ও করব। এজন্য সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা বদ্ধপরিকর। আমরা প্রার্থী দেখে কাজ করছি না। সবাইকে সমানভাবে দেখা হচ্ছে।সভায় গত নভেম্বর মাসে জেলায় সংঘটিত অপরাধচিত্র তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্য সচিব জেবুন নাহার। এতে দেখা যায়, গত অক্টোবর মাসে মাদক, নারী নির্যাতন ও চুরিসহ মোট ১৭৮টি অপরাধ সংঘটিত হলেও নভেম্বর মাসে হয়েছে ১২৫টি।