নিজস্ব প্রতিবেদক
যশোরে মনিরামপুর উপজেলার কুয়াদাস্থ জাম জামি গ্রামে আতিয়ার মাস্টারের চায়না কমলা লেবুর বাম্পার ফলন হয়েছে। সরে জমিনে গিয়ে দেখা যায়, যশোর সদরের কুয়াদাস্থ জামজামি গ্রামে আতিয়ার মাস্টার ২০২০ সালে চায়না কমলালেবু ফিলিং লেবু মাল্টা ফসল হিসেবে পেয়ারা চাষ শুরু করেন। তিন বছর নিবিড় পরিচর্যার পর গত বছর অল্প পরিসরে ফলন দেখা যায়। এবছর ব্যাপক আকারে গাছে ফলন দেখা দিয়েছে। চায়না কমলালেবু মাল্টা চাষ বিষয়ে চাষী আতিয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ২০২০ সালে আমার জমিতে চায়না কমলা মাল্টা, ফিলিং লেবু, পেয়ার চারা রোপন করেছ। ৩ বছর পরে এ বছর চায়না কমলা লেবু, মালটা বাম্পার ফলন ফলেছে। আমি আমার চাষের বাগান থেকে এবার বেশি ফল বিক্রি করেছি। এ বাম্পার ফলনে আমি খুব৷ আনন্দিত। প্রতিদিন বিভিন্ন জায়গায় থেকে লোকজন আমার লেবু বাগান দেখতে আসেন। বাগানে এর চেয়ে অনেক লেবু ছিল, যারা বাগান ঘুরতে আসেন তাদেরকে বাগান থেকে ফল পেড়ে দেন। সবাইকে বাগান দেখার আমন্ত্রণ রইলো। তবে আতিয়ার মাস্টার তার লেবু বাগান পরিদর্শন কালে সাংবাদিককে সাধুবাদ জানান।