মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন

মাগুরায় পেয়াজের আড়ত ও খাবার হোটেলে অভিযান, ৬৭ হাজার টাকা জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদকঃ

 

মাগুরায় পেয়াজের আড়ত ,খাবার হোটেলে ও ফলের দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ৬৭ হাজার টাকা জরিমানা করেছে ।

আজ সোমবার সকাল ১১ টায় শহরের একতা কাচাবাজারের পাইকারী আড়তে যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন , কৃষি বিপণন অধিদপ্তর ও ভোক্তা অধিকার । জেলায় দেশি নতুন পেয়াজের পাইকারী বিক্রয় মূল্য নির্ধারন করা হয়েছে ১১০ টাকা । কিন্তু নির্ধারিত দামের থেকে বেশি দামে পিয়াজ বিক্রি করায় এবং মূল্য তালিকা না রাখায় দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয় ।

এসময় অসাস্থকর পরিবেশে খাবার রাখা ও লাইসেন্স না থাকায় শহরের ঢাকা রোডের ঝন্টু হোটেল কে ৩০ হাজার ও রতন হোটেল কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও মূল্য তালিকা না রাখায় ৪ জন ফল ব্যবসায়ীকে ৭ হাজার করা হয় । পরে জেলার শত্রুজিতপুর বাজারে মেসার্স পার্থ ফার্মেসি এন্ড ডেন্টাল কেয়ারের ভুয়া দন্ত চিকিৎসক অলিব বিশ্বাস কে ২৫ হাজার টাকা জরিমানা করে মোহাম্মদ মামুনুল হাসান , সহকারী পরিচালক, ভোক্তা অধিকার , মাগুরা।

মাগুরা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, মোহাম্মদ মামুনুল হাসান বলেন , জেলার বিভিন্ন হাটবাজারে বেশি দামে পেয়াজ বিক্রি করা হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এ সময় শহরের একতা কাচা বাজারের পাইকারী আড়তদার শহিদুল ইসলাম কে এক হাজার ও ফারুক হোসেন কে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে ।

তিনি আরো বলেন ,বাজারে দেশী নতুন মুড়ি কাটা পেয়াজের সরবরাহ পর্যাপ্ত রয়েছে । যার কারনে জেলায় পেয়াজের দাম পাইকারী ১১০ টাকা এবং খুচরা মূল্য ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে । কোন অসাধু ব্যবসায়ী যদি বেশি দামে পেয়াজ বিক্রির চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

এ যৌথ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন , মোঃ সাদ্দাম হোসেন, সহকারী কমিশনার ভূমি , এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী রবিউস সারোয়ার , মোহাম্মদ মামুনুল হাসান , সহকারী পরিচালক, ভোক্তা অধিকার , মাগুরা এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো: আতিকুল ইসলাম ও মোঃ আলমগীর হোসেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২ পূর্বাহ্ণ
  • ১২:০৭ অপরাহ্ণ
  • ১৬:৪২ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ২০:২০ অপরাহ্ণ
  • ৫:১৫ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102