কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
দ্বাদশ সংসদ ৭ জানুয়ারি নির্বাচন কে সামনে রেখে নৌকার মনোনীত প্রার্থী বিজ্ঞান প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর এর নৌকার পক্ষে তিতাস উপজেলা ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের কেন্দ্রকমিটির উদ্যোগে নৌকাকে বিজয়ের লক্ষে আজ ৩০ ডিসেম্বর সকাল ১১ টার সময় থেকে শুরু করে যরুরী বৈঠক ও গনসংযোগ ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কা নিয়ে ভোট চাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন,৫ নং ওয়ার্ডের কেন্দ্রকমিটির সভাপতি,মো: জালাল সরকার,
উপ-দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ,তিতাস উপজেলা শাখা ও সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ভিটিকান্দি ইউনিয়ন তিতাস,কুমিল্লা।
এসময় ৫নং ওয়ার্ডে কেন্দ্রকমিটির নৌকাকে বিজয়ের জন্য আ'লীগের অন্যান্য নেতৃবৃন্দ .
মো:আ:মতিন ভুইয়া,আবু তাহের সরকার,মো:জাহিদ,মো:আলাউদ্দিন সরকার,মো:আবদুল হকসাহেব,মো:আলী সরকার,মো:খলিল সরকার,মো:ফিরোজ মিয়া সরকার আজকের যরুরী বৈঠক ও ঘরে ঘরে ভোটারের নিকট নৌর্কা মার্কায় ভোট চাইতে গনসংযোগে উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃ আরমান হোসেন সম্পাদকঃ মোঃ শহিদুল ইসলাম বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি, ১ম কলোনি, মাজার রোড মিরপুর -১, ঢাকা অফিস নম্বর ০৯৬১১৫২৮২৭২ Email: sottoprokash8643@gmail.com