কুমিল্লা প্রতিনিধি মো: হানিফ মিয়া
দ্বাদশ সংসদ নির্বাচনের আজ সারা দেশে ভোট গ্রহণ করা হয়েছে কেন্দ্রে কেন্দ্রে। কুমিল্লা ১ (দাউদকান্দি-তিতাস)আসনে প্রার্থী হলেন ৮ জন,নৌকা আবদুস সবুর,ঈগল ব্যারিষ্টার নাঈম হাসান,মশাল মার্কা বড়ুয়া মনোজীত ধীমেন,মিনার মার্কা মাও:মো:নাছির উদ্দিন,লাঙ্গল মার্কা মো:আমির হোসেন,ছড়ি মার্কা মো:জসিম উদ্দিন ভুইয়া,ফুলের মালা মো:জাকির হোসেন,সোনালী আঁশ সুলতান জিসান উদ্দিন।
নির্বাচনী এলিকা নম্বর ২৪৯ কুমিল্লা তিতাস উপজেলা ৬ নং ভিটিকান্দি ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ভোট কেন্দ্র নং ১৩৯ ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ ৭ জানুয়ারি সকাল ০৮ টা থেকে বিকাল ৪ টা পযর্ন্ত ভোট গ্রসণ চলেছে। বিকাল ৪ টার পর ভোট গনণা শুরু হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা দেন প্রিজাইডিং অফিসার আবদুল বাতেন।
নৌকা ভোট পায় ১৭৫৩,ঈগল মার্কা ভোট পায় ৬৫ ভোট,লাঙ্গল মার্কা ভোট পায় ৫৬ ভোট,মিনার মার্কা ০৫ ভোট ও বাকী মার্কা কোন ভোট পাননি।
সর্বমোট ভোটার ৩৫৮২,সর্বশেষ ভোট সংগ্রহ ১৮৮২।
১৭৫৩ ভোট পেয়ে নৌকা জয় লাভ করে নৌকার সমর্থকদের নৌকার বিজয়ের উল্লাস করেন।