মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :
ভেড়ামারায় ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার
গ্রেপ্তারকৃত আসামীকে কোর্টে সোপর্দ। ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ১০০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় কফের সিরাপ অবৈধ ফেনসিডিল উদ্ধার হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটককৃত আসামীকে আজ রোববার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম এর নির্দেশে এসআই মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই সফল উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০ টার দিকে ১২ মাইল যাত্রী ছাউনি মোড়ে এসআই আশরাফুল ইসলামের নেত্বে এই মাদকদ্রব্য বিরোধী অভিযান পরিচালিত হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান,, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা থেকে আগত একটি সাদা নোহা মাইক্রোবাসে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মেহেরপুর জেলার গাংনী থানার রাহিদুল ইসলাম (৪২)কে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।