শাহাদাৎ হোসেন সরকারঃ
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৬ জানুয়ারী ) দিনব্যাপী প্রায় পাঁচ শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় নিম্নমানের গ্যাসের চুলা ও পাইপসহ গ্যাস সংযোগের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
এসময় আবু সাদাৎ মোহাম্মদ সায়েম ব্যবস্থাপক প্রকৌশলী জানান, তিতাসের মেইন লাইন থেকে অবৈধ ভাবে নিম্নমানের পাইপ ব্যবহার করে একটি চক্র বিভিন্ন বাসা-বাড়িতে ঝুঁকিপূর্ণ ভাবে গ্যাস সংযোগ দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো করা হয়।
এখানে প্রায় একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে তারপরও একটি চক্র রাতের আধারের সংযোগ দিয়েছে খবর শুনে আমরা অভিযান পরিচালনা করছি।
উক্ত অভিযান পরিচালনায় আবু সাদাৎ মোহাম্মদ সায়েম ব্যবস্থাপক প্রকৌশল তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আশুলিয়া।
আনিসুজ্জামান,উপব্যবস্থাপক তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আশুলিয়া
আরও উপস্থিত ছিলেন মো আব্দুল মান্নান উপব্যবস্থাপক সাভার, মনির হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।