নিজস্ব প্রতিবেদক
র্যাব-৫ রাজশাহীর গোদাগাড়ী এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি হেরোইন উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর দেড়টার রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বড়গাছী এলাকায় অপারেশন পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় এই ৫ কেজি উদ্ধার করে।
র্যাব-৫, আজ বুধবার সকালে জানায়, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহীর গোদাগাড়ী থানার ৬নং মাটিকাটা ইউপি’র বড়গাছী গ্রামস্থ রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ গামী হাইওয়ে রোডের পার্শ্বে অবৈধ বস্তু পরিত্যক্ত অবস্থায় আছে। পরবর্তীতে র্যাবের টিম উক্ত ঘটনাস্থলে পেীছে উক্ত অবৈধ মাদকদ্রব্য হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।