বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় শিক্ষা অফিসে তালাঃ ক্ষমা চাইলেন শিক্ষা অফিসার ভূরুঙ্গামারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মহম্মদপুরে বিএনপি’র আনন্দ মিছিল সাভারে খেলার মাঠের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন মহম্মদপুর ৩৫ পিচ ইয়াবা সহ একমাত্র মাদক ব্যবসায় আটক প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে ‘শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট’।  ভূরুঙ্গামারীতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের সম্মান জানিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যে কারণে মুন্নি সাহাকে ছেড়ে দিল ডিবি

হোটেল রাজমহল আবাসিক পরিদর্শন প্রতিবেদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

 

এস. হোসেন মোল্লা

 

রাজধানীর পাশেই ঐতিহ্যপূর্ণ এলাকা গাজীপুরের টঙ্গী বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত আবাসিক হোটেল রাজমহল।এখানে নিরিবিলি, নিরাপদ, সুস্থ-সুন্দর, অভিজাত ও সামাজিক পরিবেশে স্বল্পমূল্যে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে বলে জানা গেছে।

খবরে প্রকাশ, রাজধানীর কোল ঘেঁষে ঐতিহ্যপূর্ণ তুরাগ নদীর পাড়েই গাজীপুরের টঙ্গী বাজারে অবস্থিত হোটেল রাজমহল আবাসিক। ঠিকানা-মৌলভী আব্দুল ওয়াহেদ শাহ মার্কেট, ৪র্থ তলা, টঙ্গী বাজার, গাজীপুর। প্রয়োজন ভেদে সিঙ্গেল, ডাবল ও তিন বেডের রুম আছে এখানে প্রায় ৩২টি। আছে সুশৃংখল,আকর্ষণীয়, মনোমুগ্ধকর, চমৎকার ও নিরাপত্তামূলক পরিবেশের প্রতিশ্রুতি। এখানে আরও আছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, ওয়াইফাই, বিদ্যুৎ ও পানির সুব্যবস্থা। তাছাড়া প্রতিটি রুমেই টেলিভিশন এবং ৫ম তলায় রয়েছে মসজিদ।

হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উক্ত এলাকায় ২৪ ঘন্টা খাদ্য-পানীয়, যাবতীয় চিকিৎসা ও ঔষধ-সামগ্রী সহজলভ্য। জীবিকার তাগিদে কর্মব্যস্ত ব্যক্তিবর্গ ছাড়াও কাজের অবসরে বিভিন্ন স্থান থেকে দর্শনীয় স্থান পরিদর্শনে এলে এখানে তারা উঠেন। বিশেষ করে বিদেশগামী ব্যক্তিদের ভিড় বেশি দেখা যায়।

হোটেলের নির্বাহী জামাল হোসেন আমাদের পরিদর্শকদের বলেন, এখানে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়মিত পুলিশী তদারকি চলমান আছে। কাজেই কোন প্রকার আপত্তিকর, অসামাজিক বা অসম্মানজক কর্মকান্ডের প্রশ্নই আসে না। সকলের দোয়া,স্থানীয় পুলিশ প্রশাসন ও সচেতন সুধী সমাজের সহযোগিতায় আমি সম্মান ও সুনামের প্রতিষ্ঠান চালাচ্ছি। আমি আনন্দের সাথে আপনাদেরকে পাশে দেখতে চাই।কারণ, আমার এখানে বাস্তব অবস্থার প্রত্যক্ষদর্শী আপনারা। আপনাদের সহযোগিতায় আমি সততা ও সফলতার সাথেই আজীবন এই মানব সেবায় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। আপনাদের এই শুভাগমন আমি আজীবন ভুলতে পারবো না।

হোটেলের এই নির্বাহী জামাল আরও জানান, দূর থেকে কেউ এই ব্যাস্ত ও অচেনা এলাকায় এলে প্রায়ই তাদের চোখে মুখে আমি ভয়-বিষন্নতা ও দুর্ভাবনা লক্ষ্য করে থাকি। তখন আমি মুহূর্তেই তাদের সকল অভাব-অভিযোগ সমাধান করে চাহিদা মাফিক রুম বুঝিয়ে দিয়ে তাদের মুখে স্বস্তির হাসি ও আস্থা সৃষ্টি করি । দীর্ঘ ১০টি বছর অভিজ্ঞতার আলোকে সাবলীলভাবেই এমন গুরু দায়িত্ব সুনামের সাথে আমি পালন করে নিজেকে ধন্য ও গর্বিত মনে করি এবং চরম আত্মতৃপ্তি লাভ করে থাকি।

হোটেলে অবস্থানরত বিভিন্ন অতিথিগণের কাছে জানা যায়, “এই কর্ম-চঞ্চল এলাকায় সুন্দর, নিরাপদ ও অভিজাত পরিবেশের হোটেল আছে ভাবা যায় না । তাই এখানকার সেবা, মান ও নিরাপত্তা নিয়ে বাইরে থেকে প্রথমে নানান ভয় ও সংশয় থাকলেও ভিতরে এসে সবই দূর হয়েছে।হোটেল কর্তৃপক্ষ বেশ আন্তরিকতার সাথে ও সজাগ দৃষ্টিতে আমাদের সেবায় নিয়োজিত থাকেন “। পরবর্তীতেও এই এলাকায় আসা হলে নিঃসন্দেহে এই হোটেলেই ওঠার আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সকলেই!

উক্ত এলাকার বিশেষত্ব ও গুরুত্ব সম্পর্কে জানা যায়,কাছেই রয়েছে ঐতিহ্যবাহী তুরাগ নদী ও পবিত্র বিশ্ব ইজতেমার বিশাল খোলা মাঠ। রয়েছে বিরাট পাইকারি বাজার (আড়ত) এবং সকল প্রকার পণ্য-সামগ্রী । কম দামে ভালো কেনাকাটায় নির্ভরযোগ্য অসংখ্য মার্কেট। তাছাড়াও প্রতি রোববারের সাপ্তাহিক বিরাট হাটে পাওয়া যায় না এমন কোন কিছুর নাম বলাই কঠিন। এলাকার স্থানীয় ও পড়শী ব্যক্তিরা বেশ আন্তরিক ও সচেতন। বেড়ানোর জন্য বৈচিত্রপূর্ণ পরিবেশে আশেপাশেই রয়েছে নদীর পাড়,ঘাটে খেয়া পারাপার, খোলা মাঠ, শুটিং স্পট, লেক-পার্ক,পিকনিক স্পট, পার্টি সেন্টার ও আরো অনেক কিছুই !

ভিন্ন ভিন্ন মাধ্যমে জানা গেছে, উক্ত জামাল হোসেন একজন সৎ, বিনয়ী, ধার্মিক,পরোপকারি ও দানশীল ব্যক্তি । এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় তিনি নিয়মিত দান করে থাকেন। যে কোন বিপদগ্রস্ত মুসাফির বা আগন্তকদের উপস্থিতি দেখা মাত্র তিনি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধার সাথে তাৎক্ষণিকভাবে বিনে পয়সায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে থাকেন। তার অকৃত্রিম আদর-আপ্যায়নে মুগ্ধ ও সন্তুষ্ট চিত্তে সেই অসহায় মুসাফিরগণ বিদায় বেলায় তৃপ্তির হাসিতে অশ্রু ভেঁজা নয়নে এই জামালকে বুকে জড়িয়ে দোয়া দিয়ে থাকেন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102