মো:আবু তালেব,রংপুর ব্যুরো প্রধান:
রংপুর-১ (গঙ্গাচড়া ও রসিক আংশিক) আসনের নবাগত এমপি আসাদুজ্জামান বাবলুর সাথে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে আজ রোববার (২১ জানুয়ারি) সন্ধায় গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় আসাদুজ্জামান বাবলু এমপি, স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন, আমি আপনাদের এলাকারেই সন্তান। আমি এলাকার উন্নয়ন করতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করি। আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি এবং এই আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি। বিশেষ করে গঙ্গাচড়া উপজেলার বেকার যুবকদের কর্মসংস্থান ও তিস্তা ভাঙ্গন রোদে কাজ ও গঙ্গাচড়াকে মাদকমুক্ত করতে পারি। আপনারা এই উপজেলার কোথায় কি সমস্যা আছে উল্লেখ করে জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ পরিবেশন করবেন। আমি রংপুর ১ আসনের সমস্যা গুলো মহান জাতীয় সংসদে উপস্থাপন করে সমস্যা সমাধানের ইনশাআল্লাহ চেষ্টা করব।
এর আগে এমপি মহোদয় উপজেলা প্রশাসনের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন ও গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।