সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধি
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গতকাল নগরীর পাহাড়তলী, অলংকার, হালিশহর গোসাইডাঙ্গাসহ বিভিন্ন এলাকায় ৬টি বেকারিতে অভিযান চালিয়ে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ১২ লাখ টাকা জরিমানা করেছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহানের নেতৃত্বে ভেজাল বিরোধী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জানা যায়, অভিযানের প্রথমে পাহাড়তলী এলাকার তৃপ্তি বেকারিতে অভিযান চালানো হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির খাদ্য সামগ্রী উৎপাদনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে পাহাড়তলীতে সুপার বাঘাবাড়ী ঘি এর কারখানায় অভিযান চালিয়ে ভেজাল ঘি তৈরির অপরাধে ২ লাখ টাকা জরিম…