মোঃ জুয়েল খান বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা পর্যায়ে ২দিন ব্যাপী (২২ ও ২৩ জানুয়ারি) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত¡াবধানে, উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে গত সোমবার মেলা উদ্বোধন করা হয়। মঙ্গলবার বিকালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী (কমিশনার ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, কুষি কর্মকর্তাঅনিমেষ বালা, মৎস্য কর্মকর্তা মোঃ আঃ সালাম, প্রাণী সম্পদ কর্মকর্তা আশাদুজ্জামান শুভ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত মোঃ মফিজুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আশ্রাব আলী, নির্বচন কর্মকর্তা ইসহাক, পঃপঃ কর্মকর্তা পলাশ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, মহিলা বিষয়ক কর্মকর্ত রুনিয়া আক্তার, প্রধান শিক্ষক এস এম ফরিদ আহমেদ ও উম্মে হামিমা, শিকদার উজির আলী, একাডেমিক সুপার ভাইজার রামপদ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।