কুমিল্লা জেলা প্রতিনিধি,মো:হানিফ মিয়া
কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলা জিপিএল বাইক কাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন ৩,২০২৪- ফাইনাল খেলায় গৌরীপুর এসএ হাইস্কুল আজিজিয়া মাঠে গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সংশ্লিষ্টরা ক্লাব প্রাঙ্গন থেকে খেলা উপভোগ করছেন।
আজকের মোটর বাইক ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন,কুমিল্লা ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুস সবুর।
জিয়ারকান্দি বনাম শোলাকান্দি একাদশ দুটি দলের মাঝে আজ ২৪ জানুয়ারি বিকাল ৪ ঘটিকার সময় ক্রিকেট খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রথমে বোলিং করেছে শোলাকান্দি এসএ একাদশ।
ব্যাটিং করেছে জিয়ার কান্দি রেঁনেসা একাদশ। ১২ ওভারের খেলায় জিয়ার কান্দি রেঁনেসা একাদশ ১৪০ রান সংগ্রহ করে।
পরবর্তী ১৪১ রানের টার্গেট নিয়ে শোলা কান্দি এসএ একাদশ ব্যাটিং করে পরাজিত হয়।
জিয়ারকান্দি একাদশ আজকের ক্রিকেট ফাইনাল খেলায় বিজয় লাভ করে।
খেলা শুরু হওয়ার পূর্বে দুপুর ২টা ১৫ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও তিতাস উপজেলার জিয়ার কান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলী আশরাফ।
বক্তব্য রাখেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান।
আরো বক্তব্য রাখেন সাবেক কৃতি খেলোয়াড় আবদুর রাজ্জাক সরকার, টুর্নামেন্টের আয়োজক ইতালি প্রবাসী মো: হাসান সরকার, গৌরীপুর স্পোর্টিং ক্লাবের সভাপতি গাজী মো: মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: আনিছুর রহমান হেলেন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মানিক সরকার।
খেলায় টসের পর দায়িত্ব পালন করেছিলেন গৌরীপুর এসএ হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ সেলিম।
বিকাল ৪ ঘটিকার সময় সফর সঙ্গীদের নিয়ে মাঠে আসেন প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর মহোদয় এমপি।
তিনি চ্যাম্পিয়ন ও রানারআপদের মাঝে ও শিরোপা বিজয়ীদের হাতে পুরস্কার হাতে তুলে দিয়েছেন।