মোঃ শাহিন মিয়া স্টাফ রিপোর্টার
নাগরপুরে বেশ কিছু দিন থেকে দেখা মিলছে না সূর্যের, ঘন কুয়াশা কিছুটা কমলেও মৃদু শ্বৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত জনজীবন। শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টায় নাগরপুর নাটাং গ্রামে তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার ভোর ৬টায় রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। একদিনের ব্যবধানে তাপমাত্রা কিছুটা কমেছে।
টাংগাইল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জানান, আজ সকাল ৯টায় নাগরপুর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা আরও কমতে পারে। এই এলাকায় একই রকম আবহাওয়া থাকতে পারে।
এদিকে, সকাল থেকে বিরাজ করছে মেঘাচ্ছন্ন পরিবেশ। তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের পেশাজীবিরা। পাথর-চা শ্রমিক, দিনমজুর, থেকে নানান শ্রমজীবী মানুষ। কমে গেছে তাদের দৈনন্দিন রোজগার। পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন তারা। প্রয়োজন ছাড়াও অনেকে ঘর থেকে বের না হলেও জীবিকা