মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:
নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অষ্টম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯ টায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে পত্নীতলা সদর অফিসে নপবিস-২, এর সভাপতি, সমিতি বোর্ড দীপক কুমার সরকারের সভাপতিত্বে সদর দপ্তর নপবিস-২ বিলিং সহকারী মোছা. আবিদা সুলতানা ও মধইল অতি: কেন্দ্র নপবিস-২ লাইন টেকনিশিয়ান মো. ফয়জুর রহমানের সঞ্চালনায় নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অষ্টম বার্ষিক সাধারণ সভা-২০২৩ অনুষ্ঠিত হয়।
এসময় বার্ষিক সদস্য সভায় নওগাঁ বাপবিবো নির্বাহী প্রকৌশলী মো. ময়নূল হাসানের সভাপতিত্বে সমিতি বোর্ডে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সকল এলাকা পরিচালকদের ভোটে সভাপতি পুনঃনির্বাচিত হন মো. মিজানুর রহমান, সহ-সভাপতি মো. মোকলেছুর রহমান, সচিব মো. নজরুল ইসলাম, কোষাধক্ষ্য মোসা: পান্না আফরোজ নির্বাচিত হন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সমিতি বোর্ড সহ-সভাপতি মো. সৈয়দ আহমেদ সরকার, নপবিস-২ জেনারেল ম্যানেজার শাহ্ মো. রাজ্জাকুর রহমান, নপবিস-২ সমিতি বোর্ড কোষাধক্ষ্য মো. ছামছুল হক, সদর দপ্তর ডিজিএম (দপ্তর কারিগরী) মো. শাহিন কবির, পোরশা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সেকেন্দার আলী, ধামইরহাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এস, এম, মুস্তাফিজুর রহমান, মহাদেবপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রবিউল আলম, সদর দপ্তর এজিএম (অর্থ), মো. আবুল খায়ের মন্ডল, বিভিন্ন দপ্তর প্রধান, এলাকা পরিচালকসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহক বিন্দু।