মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা মহম্মদপুরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামানের সৌজন্যে শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুজ্জামান।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ তিলাম হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রেজাউর রহমান,বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল আলম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,সাবেক কোষাধক্ষ্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ কবিরুজ্জামান কবির প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ পরিবারের সন্তান মোঃ মোস্তাফিজুর রহমান।