সিপন রানা নাগরপুর
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে দুই দিনব্যাপী ৪৫ তম বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নাগরপুর উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের বাস্তবায়নে এ মেলার উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা প্রশাসক (অতিরিক্ত) মো. ওলিউজ্জামান (উপ-সচিব)। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, মহিলা অনার্স কলেজ অধ্যক্ষ মো. আনিসুর রহমান, সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম সবুজ, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সহ অন্যান্য বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী বৃন্দরা। উল্লেখ্য, মেলায় মোট ২০ টি বিদ্যালয় আয়োজনে উদ্ভাবন প্রদর্শনী স্টল অংশগ্রহণ করে।