আল আমিন হোসেন রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা মডেল থানার অভিযানে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট, ৪৯ পিচ টাপেন্টাডল ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী ও একজন সাজা পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এই আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, একই উপজেলার চৈতাগ্রামের মৃত ইসলাম কাজীর ছেলে মোঃ সাগর কাজী, ব্রহ্মপুর গ্রামের মৃত কাউছার মন্ডলের ছেলে মোঃ আরজু মন্ডল, ও ধোপাকেল্লা গ্রামের মৃত আতর আলী মোল্লার ছেলে মোঃ দবির উদ্দিন মোল্লা, বাহাদুর প্রামাণিক এর ছেলে মোঃ ফারুক হোসেন, ও বাশগ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে চুন্নু মিয়া। সাজা পরোয়ানাভুক্ত আসামি হলেন, উপজেলার চরঝিকড়ী গ্রামের মৃত ইয়াদ আলী সরদার এর ছেলে মোঃ ইমারত হোসেন।
আজ ২৯ শে জানুয়ারি ২০২৪ তারিখে আসামীদের প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।