মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি
গতকাল বিকেল চারটার সময় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন। উক্ত সময় সাদ্দাম হোসেনকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তারগন ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডাক্তার মোস্তফা জামান চৌধুরী সিভিল সার্জন পঞ্চগড়,ডাক্তার লুৎফুল কবীর H &F PO, ডাক্তার মোঃ জাহিদ হাসান R M O, ডাক্তার মোঃ সোহেল M O D C,মোছাঃশাহানা জেসমিন H A,মোছাঃশেলিনা আকতার H A, মোছাঃ রোমেনা বেগম সিনিয়র স্টাফ নার্স, মোঃ সিদ্দিকুর রহমান Statistician,মোঃ ফারুক Lab Attendant সহ বোদা হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি বোদা হাসপাতালের রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যার কথা শুনেন, বোদা হাসপাতালের এক রোগী সাদ্দাম হোসেনকে জানান বোদা হাসপাতালের সেবার মান খুবই ভালো এবং ডাক্তাররা যত্ন সহকারে রোগীদের দেখেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সবার উদ্দেশ্যে বলেন আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আপার সাথে কথা বলব বোদা হাসপাতালে সিট সংখ্যা বাড়ানোর ব্যাপারে।