আল আমিন হোসেন রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা মডেল থানার অভিযানে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
পাংশা মডেল থানার এস আই তারিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ৩১ জানুয়ারি রাত ৯ টা ৩০ মিনিটে উপজেলার দুরশুন্দিয়া গ্রামের আশরাফুল সরদারের বাড়ির সামনে একটি টিনের ছাপড়া বিশিষ্ট বসত ঘরের মধ্যে থেকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে এবং এস আই মোঃ ফজর আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ১ ফেব্রুয়ারি ভোর ৫ টা ১৫ মিনিটে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের কামাল মল্লিকের বাড়ির নামনে থেকে ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া গ্রামের আক্কাচ আলী সরদারের ছেলে মোঃ আশরাফুল সরদার, মৃত জামাল সরদারের ছেলে মোঃ হাসান, মোঃ মিরাজ সরদারের ছেলে মোঃ মাসুম আলী, একই ইউনিয়নের ফলিমারা গ্রামের মৃত মালেক মিয়ার ছেলে শরীফ মিয়া, নিশ্চিন্তপুর গ্রামের আক্কাস আলীর ছেলে মোঃ রাব্বী আলী ও হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের মৃত মাজেদ মল্লিকের ছেলে সরোয়ার মল্লিক।
মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট সেবনের কাজে ব্যবহৃত ২টি রাংতা কাগজ, ১০ টাকার নোট দিয়ে তৈরী দুইটি পাইপ, তিনটি গ্যাস লাইট, তিনটি সূচ, দুইটি প্লাষ্টিকের কর্ক, ১৫০ গ্রাম গাঁজা ও গাঁজা পরিমাপের একটি যন্ত্র।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্তে আসামীদের বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে এবং আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।