কুষ্টিয়ায় ধুমধাম আয়োজনে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে
মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি :-
কুষ্টিয়ায় ধুমধাম আয়োজনে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে,
মাথা নাড়িয়ে জানালেন কবুল সম্মতি।।
আজ বৃহস্পতিবার দুপুরে ধুমধাম আয়োজনে দুই বাক প্রতিবন্ধীর বিয়ে সম্পন্ন হয়েছে। তারা দু’জনই মাথা নাড়িয়ে কবুল সম্মতি জানিয়েছেন।
কুষ্টিয়ার মিরপুর ধুবইল ইউনিয়নের কালিকাপুর গ্রামের
আসলাম হোসেনের ছেলে নির্মান শ্রমিক বাক প্রতিবন্ধী
হৃদয় হোসেনের সাথে পার্শ্ববর্তী বহুলবাড়ীয়া ইউনিয়নের খাড়ারা পুরাতন পাড়ার কৃষক তাজুলের
বাক প্রতিবন্ধী মেয়ে সোনিয়া খাতুনের বিয়ের ঘটনায়
দুই পরিবার ও এলাকার মানুষের মধ্যে আনন্দের জোয়ার বয়ছে।
বাক প্রতিবন্ধী দম্পতির সংসার যেন সুখের হয়
এজন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।