মোঃ আরমান হোসেন
যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে আওয়ামী লীগ সরকার।
তারই ধারাবাহিকতায় একঝাগ তরুণ সাংবাদিক নিয়ে গঠিত হয়েছে ধামরাই মডেল প্রেস ক্লাব।
গত শুক্রবার ধামরাই ফ্যালোভারস্ রেস্টুরেন্টটে ৩০ জন সদস্য’র উপস্থিতি ও সদস্যদের সমন্বয়ে দৈনিক করতোয়া ও বায়ান্ন টিভির ধামরাই প্রতিনিধি শাহীন আলমকে সভাপতি নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনে মোট সদস্য ৩০ জন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে সাংবাদিক জাহিদুর রহমান, বিণাপ্রতিদ্বন্দ্বিতা ১নং সহ-সভাপতি নির্বাচিত হয়েছে সাংবাদিক জাহিদ হাসান, ২নং সহ-সভাপতি সাইদুর রহমান আপেল, ৩নং সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু।
১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আশরাফুল ইসলাম, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লেলিন, ৩নং যুগ্ম সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেন।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবাধিকার কর্মী ও সাংবাদিক উজ্জ্বল খান, অর্থ সম্পাদক নাজমুল হাসান মাসুদ, দপ্তর সম্পাদক কাজী সজীব, প্রচার প্রকাশনা সম্পাদক আরমান হোসেন সহ ৩ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছে। এ কমিটি আগামী ২০২৪-২০২৫ অর্থ বছর দায়িত্ব পালন করবে।
ধামরাই মডেল প্রেস ক্লাবের সভাপতি এম শাহীন আলম বলেন, সরকার কর্তৃক নিবন্ধনকৃত সকল প্রিন্ট ও টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া কর্মীরা সদস্য হতে পারবে। কোন প্রকার অপ-সাংবাদিক সদস্য হতে পারবে না। তিনি আরও বলেন ধামরাই আরও কয়েকটি সাংবাদিক সংগঠন রয়েছে সবার প্রতি আহবান রইলো সবাই মিলেমিশে কাজ করবেন। এবং কোন রকমের অপ সাংবাদিক হতে দেয়া হবে না।