শাহীদুল ইসলাম কালু, শেরপুর জেলা প্রতিনিধি:
শ্রীবরদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আলোকিত মানুষ গড়ার কারিগর আলহাজ্ব তোফাজ্জল হোসেন চাঁন মাস্টার
৪ ই ফেব্রুয়ারি রবিবার সকালে চিকিৎসারত অবস্থায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন।
( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )
তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে
শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৩ বছর তিনি ৩ পুএ ১ কন্যা সহ বহু আত্মীয়স্বজন ও গুণোগ্রাহী গেছেন।
মরহুমের জানাজা নামাজ ৫ ই ফেব্রুয়ারি সোমবার সকাল ১১ টায় তার তারাকান্দি এলাকার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
বর্ণাঢ্য কর্মজীবনে তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ সামাজিক ও সমাজ সেবা মূলক কাজে নিয়োজিত ছিলেন।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উন্নয়নে বিশেষ অবদান রাখেন ।
প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে গেছেন চাকুরী কালিন সময়ে।
চাকুরী থেকে অবসর গ্রহণ করে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত হন।
শ্রীবরদী পৌরসভার প্রথম নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন।
মরহুমের মৃত্যুতে শেরপুর ৩ আসনের সরকারদলীয় জাতীয় সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, শ্রীবরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ্উদ্দিন ছালেম, পৌরসভার মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া,
শ্রীবরদী উপজেলা যুবকীগের সাবেক আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েল,
তাতীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া,
শ্রীবরদী পৌরসভার তারাকান্দি গ্রামে ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর ফরিদুজ্জামান বাদল ,
মরহুমের ভাগিনা জাতীয় পাটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের বাদল,
শেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক
আলহাজ্ব খোরশেদ আলম ইয়াকুব,
শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তরিকুল ইসলাম ভাষানী, শেরপুর জেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক
তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, উপজেলা যুবলীগ নেতা ও শ্রীবরদী স্মার্ট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীদুল ইসলাম কালু, ,শ্রীবরদী লোকাল বয়েজের প্রতিষ্ঠাতা পরিচালক এজেড রুমান গভীর শোক প্রকাশ ও
শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।