মোহাম্মদ রাজিবুল ইসলাম মাগুরা জেলা প্রতিনিধি
মাগুরা-১আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসান ও মাগুরা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদারকে আনুষ্ঠানিক ভাবে মাগুরা জেলা আওয়ামী লীগের সকল ইউনিট,সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা এবংসংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে মাগুরা জেলা আওয়ামী লীগের আয়োজনে,এ সংবর্ধনা দেওয়া হয়।জেলা আওয়ামী লীগের সভাপতি আ,ফ,ম,আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা, ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিক লীগ,মহিলা লীগ, মৎস্যজীবী লীগসহ-শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবনির্বাচিত২ জন সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাছের বাবলু,যুগ্ম সম্পাদক খুরশিদ হায়দার টুটুল,সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমাানসহ সিনিয়র নেতৃবৃন্দ।