নিজস্ব প্রতিবেদক
সাভারের আশুলিয়ায় ডেইরি ফার্ম ব্যবসায়ী ও পল্লী বিদ্যুতের ঠিকাদার কাজিম উদ্দিনকে নিজ ঘরে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার দুপুরে আশুলিয়ার ডেন্ডাবর এলাকার লিপি ডেইরি ফার্মের ভেতর থেকে গলাকাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ভালুকদার মো. তৌহিদ জং মুরাদের ঈগল প্রতীকের নির্বাচন করায় প্রতিপক্ষের লোকেরা তাকে হত্যা করেছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, প্রায় রাতেই বাড়ির পেছনে খামারের একটি ঘরে থাকতেন কাজিম উদ্দিন। ওই ঘরের তালার একটি চাবি নিহতের কাছে আরেকটি তার স্ত্রীর কাছে ছিল। সকালে নিহতের স্ত্রী এসে ঘরের বাইরে তালা দেখতে পান। এ সময় নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজার তালা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপরে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় নিহতের গলায় ধারালো অস্ত্রের জখম ছিল। পুলিশকে অবহিত করলে তারা এসে
মরদেহ উদ্ধার করে। নিহতের বড় ভাই গুল বাহাদুর খান বলেন, আমরা পরিবারের সবাই স্বতন্ত্র প্রার্থী মুরাদ জংয়ের ঈগল প্রতীকের পক্ষে কাজ করেছি। আমাদের প্রার্থী হেরে যাওয়ায় নির্বাচনের পর থেকেই স্থানীয় দেলোয়ার কন্ট্রাক্টরের ছেলে আনোয়ার, তার ভাই ইমন, মোমিনসহ ১৫-২০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ “আমাকে এবং আমার ভাই-ভাতিজাদের মারধরসহ প্রতিনিয়ত হত্যার হুমকি দিত। গত মাসেও তারা আমার ছোট ভাই নাজিমুদ্দিন ও ভাতিজা পারভেজকে মারধর করেছে। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা প্রতিনিয়ত হুমকি দিয়ে বলত, এখন আমাদের সময় এসেছে। এত দিন তোদের অনেক ছাড় দিয়েছি। এলাকায় থেকে তোরা অন্য প্রতীকের নির্বাচন করস, এখন আমাদের ক্ষমতা এসেছে, তোদের শেষ করে দেব। আজকে আমার ভাইকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। আশুলিয়া থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে দেখা গেছে নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।