শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

এতিম হালিম শরিফের চিকিৎসার জন্য অসহায় এক বৃদ্ধার মহিলার আকুতি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

 

মোঃ শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার

সড়ক দূর্ঘনায় পা ভেঙ্গে ঘরে পড়ে থাকা ৯ম শ্রেনির ছাত্র এতিম হালিম শরিফের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় এক বৃদ্ধ মহিলা।

বেশ কয়েকদিন আগে মহম্মদপুর উপজেলা সদরের শ্যামনগর এলাকায় নছিমন নামক অবৈধ যানবাহনের আঘাতে পা ভেঙ্গে আহত হয় হালিম। মহম্মদপুর, মাগুরা ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসা শেষে ধোয়াইল গ্রামের বাড়ী রয়েছে সে। এলাকাবাসীর সহযোগিতায় এপর্যন্ত বেশ অর্থ ব্যায় হয়েছে।

তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না তার চিকিৎসা ব্যায় বহন করা। তাই হালিমের পা বাঁচাতে দ্বারে দ্বারে ঘুরছেন হালিমের বৃদ্ধ নানী মরিয়ম বেগম।

জানা যায়, হালিম শরিফের বয়স এখন ১৪ বছর। তার জন্মের সময় মা মারা যান এবং ৭ মাস বয়সকালে বাবাও চলে যান না ফেরার দেশে। সেই থেকেই বৃদ্ধ নানী মরিয়ম বেগমের কাছেই বেড়ে ওঠা তার।

হালিমের নানী অন্যের বাড়ী কাজ করে বা চেয়ে চিন্তে নাতিকে মানুষ করার স্বপ্ন থেকেই মাদ্রাসায় ভর্তি করেন। হাঁটি হাঁটি পা পা করে সে আজ ৯ম শ্রেনির ছাত্র। হঠাৎ থেমে গেলো সেই স্বপ্ন।

মরিয়ম বেগম জানান, হালিমের মা (আমার মেয়ে) জন্মের কয়েকমাস পর আমার স্বামী মারা যায়। অন্যের বাড়ী কাজ করে একমাত্র মেয়েকে বড় করি। পরে বিয়ে দেই, প্রথম সন্তান হালিম জন্মের সময় মেয়ে মারা যায়। ৭মাস বয়সের সময় জামাই (হালিমের বাবা) মারা যায়। সেই থেকে তাকে মানুষ করছি। অন্যের বাড়ী কাজ করে তার মাকে বড় করেছি আবার তাকেও করছি।

কিন্তু এই দূর্ঘটনায় আমার সব শেষ হয়ে গেছে, কি করবো বুঝতে পারছি না। তাই আমার নাতির পা বাঁচাতে আপনাদের সহযোগিতা চাচ্ছি। সাংবাদিক (আমাকে) দেখে এমনিভাবে আকুতি-মিনতি করেন তিনি।

যদি কোন ব্যক্তি সাহায্য দিতে চান নিচে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিবেন।
ইসলামী ব্যাংক মহাম্মদপুর শাখা অ্যাকাউন্ট নাম্বারঃ20507770211969318
বিকাশ পার্সোনালঃ01620563015

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১৯ পূর্বাহ্ণ
  • ১২:১৬ অপরাহ্ণ
  • ১৬:১৬ অপরাহ্ণ
  • ১৭:৫৭ অপরাহ্ণ
  • ১৯:১১ অপরাহ্ণ
  • ৬:৩১ পূর্বাহ্ণ
স্বত্ব © ২০২৫ দৈনিক সত্য প্রকাশ
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102