বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভেড়ামারায় শিক্ষা অফিসে তালাঃ ক্ষমা চাইলেন শিক্ষা অফিসার ভূরুঙ্গামারীতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা মহম্মদপুরে বিএনপি’র আনন্দ মিছিল সাভারে খেলার মাঠের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন মহম্মদপুর ৩৫ পিচ ইয়াবা সহ একমাত্র মাদক ব্যবসায় আটক প্রথম বছর পেরিয়ে দ্বিতীয় বছরে পদার্পণ করেছে ‘শামসুদ্দিন মাহমুদা ট্রাস্ট’।  ভূরুঙ্গামারীতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের সম্মান জানিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত জয়পুরহাটে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কাউনিয়া উপজেলার ৩ নং কুর্শা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত যে কারণে মুন্নি সাহাকে ছেড়ে দিল ডিবি

নওগাঁ-২ আসনে নৌকার প্রার্থী শহীদুজ্জামান সরকার বিপুল ভোটে জয়ী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২১ বার পড়া হয়েছে

 

মো. রুহেল আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ৪৭, নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী মো. শহীদুজ্জামান সরকার বিপুল ভোটে জয়ী হয়েছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।

পত্নীতলা-ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত এ আসনে জয়ের মুখ দেখা মো. শহীদুজ্জামান সরকার পেয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী আখতারুল আলম পেয়েছেন ৬৯ হাজার ৪৮৩ ভোট।

এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন পেয়েছেন ৩ হাজার ৭০৮ ভোট ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা ১ হাজার ৩৮৬ ভোট পেয়েছেন।

এর আগে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতহীনভাবে ১২৪টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। তারপর শুরু হয় ভোট গননা।

এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৪ হাজার ৮৩২জন। ধামইরহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ১৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৭৮ হাজার ৩ শত ১ জন, মহিলা ৭৮ হাজার ৭ শত ১৩ জন এবং হিজরা ১ জন। অপর দিকে পত্নীতলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ১১৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৯৯ হাজার ২৭১ জন এবং নারী ভোটার রয়েছেন ৯৯ হাজার ৮৪৬ জন। ভোট পড়েছে ৫৩ দশমিক ৭৭ শতাংশ।

উল্লেখ্য- গত ২৯ ডিসেম্বর এই আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্বগিত ঘোষনা করেন নির্বাচন কমিশন (ইসি)। এরপর নতুন করে গতকাল সোমবার আবারো নির্বাচনের তারিখ ঘোষনা করলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫১ পূর্বাহ্ণ
  • ১৫:৩৫ অপরাহ্ণ
  • ১৭:১৪ অপরাহ্ণ
  • ১৮:৩২ অপরাহ্ণ
  • ৬:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102