মো: লিটন উজ্জামান বিশেষ প্রতিনিধি
একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতির আগমনে একটু মানোবতা ছোঁয়া ফান্ডেশনের সকল সদস্য সংবর্ধনা জানালেন।
১৬ ফেব্রুয়ারী রোজ:- শুক্রবার কুষ্টিয়া জেলার, ভেড়ামারা উপজেলার একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জীবন রহমান মহন একজন মালদ্বীপ প্রবাসী। তিনি সুদূর মালদ্বীপ থেকে অনলাইনের মাধ্যমে এই ফাউন্ডেশনটির কার্যক্রম পরিচালনার মধ্যদিয়ে এই ফাউন্ডেশনটি বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছেন। পরিশ্রমী,নিষ্ঠাবান,ও পারিবারিক সাপট এর কারনে জীবন রহমান মহন উন্নতির শীর্ষে অবস্থান করেছেন। একটু মানোবতা ছোঁয়া ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জীবন রহমান মহন দুপুর ২:৩০ মিনিটের সময় সুদূর মালদ্বীপ থেকে ভেড়ামারা ঢাকা কোর্চ স্ট্যান্ডে আগমন করার পর পরই একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দরা তাকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান। সে সময় উপস্থিত ছিলেন একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এর সহ-সভাপতি মিথুন উর-রহমান
সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিন আলী,ও ক্যাপ্টেন আশিক, সাংগঠনিক সম্পাদক মোছাঃ লিমা খাতুন, ও মোঃ বাঁধন হোসাইন কোষাদক্ষ্য আল-আমিন হোসেন, দপ্তর সম্পাদক তামিম ইকবাল, প্রচার সম্পাদক রুবেল আহমেদ সাঈদ, উপপ্রচার সম্পাদক জাহিদ হাসান শুভ ও সাহাবুল ইসলাম প্রমুখ সহ একটু মানবতার ছোঁয়া ফাউন্ডেশন এর অন্যান্য সদস্য।