সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ ভেড়ামারায় নদী ভাঙন এলাকা পরিদর্শন পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়ে শান্তিপূর্ণভাবে দূর্গোৎসব পালিত মাগুরায় বাংলাদেশ কংগ্রেসের জেলা শাখার কমিটি গঠন আজ প্রতিমা বিসর্জন, মণ্ডপ গুলোতে বিদায়ের সুর সাঁথিয়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত পরাজিত শক্তির ষড়যন্ত্র ব্যর্থ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে -নিতাই রায় চৌধুরী দৌলতপুর আল্লারদর্গা বাজারের রাস্তা সংস্কার,ও ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবিতে মানববন্ধন  শেরপুরে আন্ত:জেলা গরুচোর চক্র ও মাদকসহ সহ গ্রেফতার- ৫ সাভারের পূজামণ্ডপে শুভেচ্ছা-বিনিময়ে মেয়র পদপ্রার্থী খোরশেদ আলম

হঠাৎ রুপার জন্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

(শেষ পর্ব )
জাহাঙ্গীর আলম অর্ণব

নিলয় সত্যি রুপাকে অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছে।একটা অদ্ভুধ মায়া জন্মেছে রুপার জন্য।নিলয় আজ ও অপেক্ষা করছে একটি কবিতার বই নিয়ে রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছের পাশে প্রিয়সী রুপার জন্য ।খুব ইচ্ছা কবিতার বই টি রুপাকে উপহার দিবে। কিন্তু রুপার দেখে মিললো না সেদিন। নিলয় রুপাকে অনেক মিছ করছে।প্রতীক্ষার মুহূর্ত শেষ করে একটা সময় সে রুপার বাড়ির সামনে গেলো আর সাইকেলের বেল বাজালো একটু পর পর।নিলয় ভাবলো এটা শুনেই রুপা রুম থেকে বের হবে। হ্যাঁ রুপা বের হলো কিন্তু অনেকটা সময় পর।এক পলক দেখা দিয়েই রুপা রুমে চলে গেলো। রুপা ও হয়ত নিলয়কে পছন্দ করে ফেলেছে । কিন্তু কি করবে বুঝতে পারছে না।রুপা অনেকটা ভয় পাই তার বাবা কে।বাবা যদি জেনে যাই স্কুলে যাবার পথে কোন একটা ছেলে তার সাথে কথা বলে, তাহলে হয়ত তাকে স্কুলেই যেতে দিবে না।রুপা ও আনমনে অনেক কিছু ভাপতে থাকে।তার ভাবনা গুলা হয়ত নিলয় কে নিয়েই। প্রতিদিনের মতো আজ ও নিলয় অপেক্ষা করছে রুপার জন্য।আজ যে করেই হোক ওকে বলবে মনের কথাগুলা। অপেক্ষার প্রহর কাটিয়ে রুপা আসলো।নিলয় আজ রুপাকে বললো না বলা অদ্ভুত অনুভূতির কথাগুলি আর জানতে চাইলো রূপার কাছে ,নিলয়ের মুখে সেই অদ্ভুত অনুভূতির কথাগুলা শুনে রুপা যেন এক সাহসী এক স্বপ্ন চূড়ায় নিজেকে দাঁড় করিয়েছে। রুপা ও বললো তাকে ভালোবাসে।নিলয় তাকে এটাও বললো আজ ই তাকে বিয়ে করবে।রুপা নিলয়ের মুখে এই কথা অবাক হয়ে গেল।কি করবে সে আজ কিছুই বুঝতে পারছিলো না।হঠাৎ রুপার কোমল হাতটি ধরেই নিলয় ছুটে চললো একটি নতুন স্বপ্নের রং তুলিত মনের ক্যানভাসে প্রিয় মানুষটিকে ফ্রেমে বাধতে।হ্যাঁ নিলয় আজ যেন অনেক সাহসী হয়ে উঠেছে। তারা দুজন সুমনের কাছে চলে গেলো।সুমন আর তার সহকর্মী`দের পুরা বিষয়টা বুঝিয়ে বললো।ঠিক হলো আজ ই ওদের বিয়ে দেওয়া হবে। হ্যাঁ সর্বশেষ ক্লান্তি মাখা মেঘছোঁয়া মনের কোনে যেন এক খুশির লহর বইতে শুরু করেছে।এদিকে রুপা সেই সুখ যতটা না অনুভব করছে ঠিক তার চেয়ে বেশি ভয় পাচ্ছে ওপর প্রান্তের নীড়ে থাকা মানুষগুলাকে ভেবে।
অবশেষে সন্ধ্যার ঘন ঘাটা পেরিয়ে বন্ধুদের সহযোগিতায় বিয়ের কাজ টা শেষ হলো।
ওদিকে মেয়ে বাড়ি না ফেরার দুশ্চিন্তায় গোলাম হামিদ সাহেব। কোথায় গেলো মেয়েটি, এত রাত হলো বিকাল পেরিয়ে সন্ধ্যা আর সন্ধ্যা পেরিয়ে রাত।এত সময় তো রুপা কোনোদিন বাড়ির বাইরে থাকে নাই,, কোথায় গেলো সে ?
ঠিক এরকম ই কথোপকথন চলছে রুপার মা এর সাথে।
মা এর মনটা ও ছটফট করছে…।।
কিন্তু কিছুই জানে না সে..
কিবা বলবে।
অবশেষে রুপার বাবা রুপার খোঁজ জানতে পারলো প্রায় ১ সপ্তাহ পর ,দিনটি ছিল রবিবার সময় প্রায় রাত ২ টা। পরদিন সকালে সকালে পুলিশ নিয়ে নিলয়ের বাসায় পৌঁছালো।
………..উঠান থেকে পুলিশের চিৎকারে ঘুম ভাঙ্গলো ওদের।
নিলয় ঘর থেকে বের হয়ে আসলো। নিলয়ের বুঝতে বাকি রইলো না, আজ তার সাথে কী হতে চলেছে।
রুপা বেরিয়ে আসলো বধূ সাজে। গোলাম হামিদ সাহেব রুপা কে জর জবরদস্তি করে নিয়ে গেল।রুপা কোনোভাবেই যেতে চাই নাই।ইচ্ছার বিরুদ্ধেই রুপার এই বাড়িতে কপট পড়লো।নিলয়ের দুই চোখে অশ্রু,সদ্য বিয়ে করা প্রিয় মানুষটি কে হারাবার সে যেন পাথর হয়ে গেছে।
……কারারুদ্ধ হল নিলয়ের জীবন।
ওদিকে রুপা নিলয়ের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে দিনের পর -দিন গুনছে।
হ্যাঁ রুপা প্রেগনেন্ট…….
কিন্তু কিছুতেই গোলাম হামিদ সাহেব সেটা কে স্বীকার করবে না বলেই চলেছে।রুপার মায়ের কথার অনেক জোরাজুরির পর এক শর্তে` রাজি হলো।
শর্তটা হলো..
জন্মের পর ওকে এতিম খানায় রেখে আসতে হবে।
বুকের ভেতরে অজস্র কষ্ট কে লুকিয়ে সন্তান চিরতরে হারাবার বেদনা রুপা কে যেন শেষ করে দিচ্ছে।তবু ও রুপাকে মেনে নিতেই হলো।
হ্যাঁ রুপার একটি মেয়ে হয়েছিলো।জন্ম নেবার পর রুপা মনে করেছিল হয়ত মিষ্টি মাখা মলিন হাসি দেখে তার বাবার সিদ্ধান্ত পরিবর্তন করবে, কিন্তু না পাষাণ হৃদয়ের বাবাকে সে মায়ার বন্ধনে বাঁধতে পারলো না।
কাজের শর্ত অনুযায়ী মেয়েটি আজ অনেক দুরে।
রুপা দিনের পর দিন চার দেয়ালের মাঝে চোখের পানি ঝরিয়েছে।চোখের সামনে প্রিয় মানুষগুলা কে ছিনিয়ে নেওয়াটা তার বুকের পাঁজরে অনেক বড় বড় ক্ষত সৃষ্টি করেছে রুপার……
নাহ্…….
রুপা আর বিয়ে করেনি
ওদিক এ নিলয় ও না।
কারাগার থেকে বেরোবার পর রুপার সাথে দেখা করতে গেলে ও হয়নি দেখা। নিষ্ঠুর পিতার মন সে গলাতে পারে নাই।
——অনেকটা বছর পেরিয়ে গেছে।রুপা ও নিলয়ের দেখা নাই।এই সমাজ রুপা আর নিলয়ের ভালবাসা মেনে নিতে পারে নাই।পারে নাই তাদের সুখের প্রতিচ্ছবি মানতে।
কিন্তু……..
কিন্তু সদ্য জন্মানো সেই অবুজ শিশুটি কি অপরাধ করেছিলো ?
সে তো কোনো অপরাধ করে নাই।

তাহলে কেন সে এতবড় একটা সাজা পেলো!!!!!
রুপা আর নিলয় হয়ত আজ ও বিপরীত মেরুতে দাঁড়িয়ে আজ ও অজস্র কষ্ট নিয়ে ছুটে চলেছে সেই উত্তরের খোঁজে……..।।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪২ পূর্বাহ্ণ
  • ১১:৪৯ পূর্বাহ্ণ
  • ১৫:৫৯ অপরাহ্ণ
  • ১৭:৪১ অপরাহ্ণ
  • ১৮:৫৪ অপরাহ্ণ
  • ৫:৫৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102