মোঃ পিয়ারুল ইসলাম
শেরপুর – বগুড়া
স্বাধীনতা তুমি মায়ের ভাষা মুক্তির নেশা
৫২ এর একুশে ফেব্রুয়ারি ।
স্বাধীনতা তুমি সালাম,বরকত, রফিক ,শফিক,
জব্বার নাম না জানা আরো অনেক শহীদদের,
রক্তের রঞ্জিত অমর একুশে ফেব্রুয়ারি ।
স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর মুক্তির নিশান ৭ ই মার্চের
অগ্নিঝরা রেডকোর্স ময়দানের ভাষণ,
স্বাধীনতা তুমি বাঙ্গালীর আপামর জনতার জাগ্রত স্লোগান।
স্বাধীনতা তুমি ছয় দফা বাঙালির মুক্তির সনদ বঙ্গবন্ধুর লিখিত দাবী,
স্বাধীনতা তুমি ৬৯ এর গন অভ্যুত্থান।
স্বাধীনতা তুমি ৭১ এর মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদের আত্ম বলিদান,
স্বাধীনতা তুমি তিন লক্ষ মা বোনের ইজ্জতের প্রতিদা।
স্বাধীনতা তুমি
একাত্তরে ২৫ শে মার্চের কালো রাত্রিতে পাকিস্থানে হায়েনাদের অতর্কিত হামলার প্রতিশোধ।
স্বাধীনতা তুমি একাত্তরের নয় মাস
সবুজের বুকে রক্ত রঞ্জিত ইতিহাস ,
স্বাধীনতা তুমি ৭১ এর ১৬ই ডিসেম্বর
লাল সবুজের পতাকা,
বাংলার আকাশে উত্তলোনের ইতিহাস।