নিজস্ব প্রতিবেদক
গত ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দৈনিক অন্যায়ের চিত্র পত্রিকার প্রথম পাতায় রাজধানীর মিরপুর লালকুঠিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি মানহীন মক্কা বেকারি-পণ্যে সয়লাব,স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিএসটিআই
১৮ ফেব্রুয়ারি রবিবার ২০২৪ ইং তারিখে আনুমানিক দুপুর সাড়ে ১২ টার সময় ঢাকা মহানগরীর দারুস সালাম,থানাধীন মক্কা বেকারি ও শাহ-আলী বেকারি মাজার রোড এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রচলিত আইনে মক্কা বেকারি, ৩২২ (২১-এ) ১ম কলোনী, লালকুঠি, মাজার রোড, দারুস সালাম মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকে গুণগত মানসনদ ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ভ্রাম্যমাণ আদালতকে মিথ্যা তথ্য দেয়ায় বিজ্ঞ আদালত ১০,০০০/- টাকা জরিমানা করেন। প্রতিষ্ঠানটির মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বাজারজাত করায় ৫,০০০/- টাকা জরিমানাসহ সর্বমোট ১৫,০০০.০০ টাকা জরিমানা করেন।
অতঃপর শাহ আলী বেকারি, ১/৪-এ, জোহরাবাদ, নতুন রাস্তা, দিয়াবাড়ী, দারুস সালাম, মিরপুর, ঢাকা নামীয় প্রতিষ্ঠানকেও গুণগত মানসনদ ব্যতীত পাউরুটি, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ভ্রাম্যমাণ আদালতকে অসহযোগিতা করায় বিজ্ঞ আদালত ২০,০০০/- টাকা জরিমানা করেন। একইসাথে প্রতিষ্ঠানটির মোড়কজাতকরণ নিবন্ধন সনদ ব্যতীত পণ্য বাজারজাত করায় ১০,০০০/- টাকা জরিমানাসহ সর্বমোট ৩০,০০০.০০ টাকা জরিমানা করেন।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সাবরিনা আফরিন মুস্তাফা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব সিকান্দার মাহমুদ, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব আব্দুল্লাহ আল নাহিদ, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, ঢাকা দায়িত্ব পালন করেন।